"শপবাজ" দেশের প্রচলিত আইন মেনেই দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। শপবাজের সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে সকল গ্রাহক, আউটলেট পার্টনার,রয়্যালটি পার্টনার, উদ্যোক্তা পার্টনারসহ সকলকে প্রচলিত আইন ও শপবাজ-এর অভ্যন্তরীণ নিজস্ব নীতিমালা অনুযায়ী এফিলিয়েট/বিজনেস কার্যক্রম পরিচালনা করার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এফিলিয়েট প্রোগ্রাম নীতিমালাঃ
বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ১৮+বছর হতে হবে।
কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।
পিরামিড স্কিম এবং অননুমোদিত পণ্য/পরিষেবার মাল্টিলেভেল মার্কেটিং এবং/অথবা ডিজিটাল কমার্স বা ই-কমার্স এর মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিং ও নেটওয়ার্ক মার্কেটিং এবং/অথবা অনলাইন বেটিং বা জুয়া এবং/অথবা ভার্চুয়াল মুদ্রা/ক্রিপ্কাটোকারেন্সি (যেমন-বিটকয়েন,লাইট কয়েন) এবং/অথবা বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা/হওয়া যাবে না। শপবাজ কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করা মানেই হচ্ছে উপরোক্ত ব্যবসা পদ্ধতিগুলোর সাথে সম্পৃক্ত না থাকার অঙ্গীকার প্রদান করা।
আপনি যদি রাতারাতি ধনী হতে চান তাহলে 'শপবাজ ইনোভেশন' আপনার জন্য নয়। আপনাকে রাতারাতি ধনী করার শর্টকাট কোন ফর্মূলা বা টেকনোলজি আমাদের নেই। অনেকেই রাতারাতি ধনী হতে গিয়ে আর্থিক, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবে নিঃস্ব হয়ে যায়। আপনার যদি সৎ ও হালাল পন্থায় ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম ও শেখার মানসিকতা থাকে তবেই শপবাজ এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করুন।
শপবাজ-এ সকল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি।
সকল ধরণের লেনদেন সরাসরি কোম্পানির সাথে করুন। কারো সাথে ব্যক্তিগত লেনদেনের কারণে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার সম্পূর্ণ নিজেকেই বহন করতে হবে। শপবাজ কর্তৃপক্ষ কখনোই আর্থিক লেনদেনের দায়িত্বভার অন্য কারো উপর প্রদান করে না।
একজন ব্যক্তি নিজের সর্বোচ্চ একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।কোন ধরণের চালাকি বা অসাধুপায় অবলম্বন করে একাধিক একাউন্ট করলে আপনার ১ম একাউন্ট ছাড়া অন্য সকল একাউন্ট ও সকল একাউন্টের ইনকাম ব্যালেন্স বাতিল বলে গণ্য হবে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে কোম্পানি নির্দেশিত নিয়ম-কানুন গুলো কঠিনভাবে মেনে চলতে হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রলোভন দেখিয়ে, লোভনীয় ও বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।
সোশ্যাল মিডিয়ায় শপবাজের কোন নাম,লোগো ব্যবহার করে কোন প্রকার একাউন্ট,পেইজ,গ্রুপ,চ্যানেল ইত্যাদি খোলা সম্পূর্ণরূপে নিষেধ।
সোশ্যাল মিডিয়ায় কোথাও শপবাজ বিজনেস সিস্টেম প্রেজেন্টেশন,ইনভাইটেশন পোস্ট/ভিডিও পোস্ট করা যাবে না। শুধুমাত্র শপবাজ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করা যাবে এবং অফিসিয়াল পোস্ট শেয়ার করা যাবে। শপবাজ অফিসিয়াল চ্যানেলের ভিডিও লিংক শেয়ার করা যাবে।
পণ্য/সেবা বিক্রয় থেকে প্রাপ্ত লাভের সর্বোচ্চ ৫০% পর্যন্ত লভ্যাংশ রেফারেল/অ্যাফিলিয়েট মার্কেটারদের সাথে শেয়ার করা হবে।
কোন এফিলিয়েটের বিরুদ্ধে যদি টিম পার্টনারদেরকে নিয়মিত সহযোগিতা না দেয়ার অভিযোগ পাওয়া যায় তবে, তার সকল ইনকাম সুবিধা এবং ইনকাম ব্যালেন্স উইথড্র সাময়িকভাবে হোল্ড করা হতে পারে।
আপনার উপার্জিত উইথড্রকৃত টাকা থেকে ১০% উইথড্র চার্জ প্রযোজ্য।
কোন ধরনের অসাধুউপায় বা অসততা অবলম্বন করলে এবং কোম্পানির সুনাম নষ্ট হয় এরকম কোন কথাবার্তা, আচার-আচরণ বা কাজের প্রমাণ পাওয়া গেলে কোম্পানি সংশ্লিষ্টের অ্যাকাউন্ট আজীবনের জন্য বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
সকল ধরণের রয়্যালটি ইনকাম ও বোনাসের পরিমাণ কোম্পানির নীট প্রফিট ও কোম্পানির নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজনে বিনা নোটিশে যেকোনো সময় যেকোনো সুযোগ-সুবিধা ও পলিসি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এক্ষেত্রে কারো কোন অভিযোগ গ্রহণযোগ্য হইবে না।
উপরোক্ত শর্ত/নীতিমালাসমূহের যেকোন একটিরও ব্যত্যয় ঘটলে (ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত) কোম্পানি তার একাউন্ট ও সকল প্রকার কমিশন, বোনাস ও পেমেন্ট বিনা নোটিশেই আজীবনের জন্য বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
শপবাজ কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনি কোম্পানির সকল ধরনের টার্ম এন্ড কন্ডিশন, পণ্য অর্ডার/ডেলিভারি পলিসি, রিটার্ন ও রিফান্ড পলিসি, এফিলিয়েট প্রোগ্রাম পলিসি, ক্যাশব্যাক পয়েন্ট পলিসিসহ সকল পলিসিসমূহ সঠিকভাবেই জেনে বুঝে স্বেচ্ছায় স্বজ্ঞানে যুক্ত হয়েছেন বলে বিবেচিত হবে। তাই যুক্ত হওয়ার আগে অবশ্যই আমাদের সকল পলিসি সমূহ সঠিকভাবে জেনে পড়ে, বুঝে তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। পরবর্তীতে কোন ধরণের অভিযোগ গ্রহণযোগ্য হবে না।