সকল প্রকার শপিং পয়েন্ট রিচার্জ,ক্রয়কৃত ভাউচার ব্যালেন্স, রেজিস্ট্রেশন বোনাস, রেফারেল বোনাস, রিভিউ বোনাস, এফিলিয়েট রেজিস্ট্রেশন থেকে ক্যাশব্যাক পয়েন্ট বোনাস, পণ্য ক্রয় থেকে প্রাপ্ত ক্যাশব্যাক/বোনাস পয়েন্ট শপিং পয়েন্ট ব্যালেন্সে যুক্ত হবে।
ক্যাশ অন ডেলিভারিতে পণ্য অর্ডারের ক্ষেত্রে ক্যাশব্যাক/বোনাস পয়েন্ট পাওয়া যাবে না।
শপিং পয়েন্ট রিচার্জ করলে সেই পয়েন্ট দিয়ে অবশ্যই শুধুমাত্র নির্দিষ্ট পণ্য ক্রয় করতে হবে। সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে শপিং পয়েন্ট ব্যবহার করা যাবে না। তাই সতর্কতার সহিত পলিসি জেনে-বুঝে শপিং পয়েন্ট ব্যালেন্স রিচার্জ করুন।
শপিং পয়েন্ট ব্যালেন্স শুধুমাত্র REDEEM POINT ক্যাটাগরি থেকে যেকোন পণ্য ক্রয় করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। REDEEM POINT ক্যাটাগরি পণ্য ব্যতীত অন্য পণ্য কোন পণ্য শপিং পয়েন্ট ব্যালেন্স ব্যবহার করে ক্রয়যোগ্য নয়।
২ বোনাস/আর্নিং পয়েন্ট = ১শপিং পয়েন্ট।
শপিং পয়েন্ট ব্যবহারকৃত কোন অর্ডার ক্যান্সেল/বাতিল করার সুযোগ নেই।
শপিং পয়েন্ট ব্যবহার করে ক্রয়কৃত পণ্য রিটার্ন-রিফান্ড বা পরিবর্তনযোগ্য নয়।
শপিং পয়েন্ট ব্যালেন্স উইথড্র/ক্যাশ রিটার্ন পাবার সুযোগ নেই।
শপিং পয়েন্ট ব্যবহার করে ক্রয়কৃত পণ্যের ডেলিভারির সময়সীমা ৬০ দিন।
শপিং পয়েন্ট ব্যবহার করে ক্রয়কৃত পণ্যের ডেলিভারি চার্জ অবশ্যই কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি ম্যানকে পরিশোধ করে পণ্য রিসিভ করতে হবে।
বোনাস/শপিং পয়েন্ট ব্যালেন্স পলিসি ও ব্যবহারের নিয়ম নীতি যেকোনো সময় বিনা নোটিশেই "শপবাজ" কর্তৃপক্ষ সংযোজন, বিয়োজন, পরিবর্তন ,পরিবর্ধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এক্ষেত্রে যেকোন অভিযোগ/সুপারিশ অগ্রাহ্য বলে বিবেচিত হবে।